বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

মতিঝর্ণায় জুয়ার স্পট গুড়িয়ে দিলো পুলিশ

প্রকাশিত: শুক্রবার, এপ্রিল ১৬, ২০২১

নগরীর লালখান বাজারের মতিঝর্না পাহাড়ে জুয়ার আসর অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোহাম্মদ শাহিনুজ্জামান এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান জানান, মতিঝর্নাস্থ এ কে খানের পাহাড়ে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪টি জুয়ার স্পট ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। আমরা পাহাড়ে উঠার আগেই তারা পালিয়ে গেছে। পলাতকদের ধরতে অভিযান অব্যাহত আছে।

স্থানীয়দের অভিযোগ , মতিঝর্নার বিভিন্ন স্পটে এবং পাহাড়ের উপরে প্রতিদিন সকাল ৯টা থেকে জুয়া খেলা শুরু করেন এবং তা গভীর রাত পর্যন্ত চালানো হয়। স্থানীয় এক যুবলীগ নেতা এটা নিয়ন্ত্রণ করে।

সর্বশেষ

সর্বশেষ