বুধবার, ০৬ জুলাই ২০২২
প্রকাশিত: বুধবার, জুন ১, ২০২২
নগর প্রতিবেদক::
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি বিএনপি নেতা মো. নাজিম উদ্দীনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তির ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ জনসহ মোট ১৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যাুনালের বিচারক হুমায়ন কবিরের আদালতে এ মামলা দায়ের করেন ভিপি নাজিম।
আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলায় প্রধান আসামী করা হয়েছে হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকিকে। এছাড়া মামলায় নুরুল কবির চৌধুরী, মির্জা এমদাদ, ফখরুল হাসান, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, যুবদল নেতা জিএম সাইফুল নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ভিপি নাজিম উদ্দিন বলেন, আমার বিষয়ে কটুক্তি করার কারণে হাটহাজারীর মানুষ ক্ষুব্ধ হয়েছে। তাদেরকে জনরোষ থেকে বাঁচানোর জন্য আমি এ মামলা দায়ের করেছি।