মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
প্রকাশিত: বুধবার, এপ্রিল ২১, ২০২১
ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যায়ক্রমে ভালর দিকে যাচ্ছে। এমনটাই জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম জাহিদ হোসেন।
গণমাধ্যমকে জাহিদ হোসেন বলেন, শ্বাস কষ্ট ও গলা ব্যাথা নেই খালেদা জিয়ার। স্থিতিশীল আছে শারীরিক অবস্থা। খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’ বাকি যে আটজন করোনায় আক্রান্ত হয়েছিলেন তাদের অবস্থাও ভালো বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, আগামী সপ্তাহে আবারও করোনা পরীক্ষা করার পরিকল্পনা আছে।
গত ১০ এপ্রিল খালেদা জিয়ার নমুনা জমা দেওয়ার পরদিন তিনি করোনায় আক্রান্ত বলে জানানো হয়।