শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রকাশিত: রবিবার, মে ১৬, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট :
লকডাউনের মধ্যে ভারত থেকে চট্টগ্রামে আসা ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদের মধ্যে ৩ জন চমেক হাসপাতালের কোভিড ওয়ার্ডে এবং আরেকজন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এছাড়া অন্যরা হোম কোয়ারেন্টিনে আছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভারত থেকে আসা ১৭ জন ও সংস্পর্শে আসা তাদের আত্মীয়-স্বজনসহ ৪২ জনের মধ্যে ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অন্যদের ফলাফল নেগেটিভ এসেছে।