সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত: শুক্রবার, অক্টোবর ২০, ২০২৩
আকরাম খান, পটিয়া প্রতিনিধি:
ফেনী থেকে ভারতীয় ফেনসিডিল নিয়ে চট্টগ্রামে আসার পথে মিরসরাই থানা পুলিশের হাতে ধরা পটিয়ার ৩ মাদক কারবারি।
শুক্রবার (২০ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মিরসরাই উপজেলা নিজামপুর বাজার এলাকা থেকে ১৭৫ বোতল ফেনসিডিলসহ পটিয়ার ৩ (তিন) মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ নুরু প্রকাশ মামুন (২৩) সে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের থানা মহিরা কালারপুল এলাকার মৃত ইদ্রিসের ছেলে, মো. ইসমাইল (৫০) একই এলাকার আবদুল মান্নানের ছেলে এবং মো. মিছবাহ সিদ্দিক বাপ্পী (২৫) সে চট্টগ্রামের বাকলিয়া এলাকার সৈয়দ শাহ রোডের হুমায়ুন কবিরের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একদল মাদক কারবারি ফেনী থেকে কম দামে ভারতীয় ফেনসিডিল কিনে চট্টগ্রামের উদ্দেশ্যে আসতে একটি মিনি ট্রাকযোগে রওনা হয়েছেন। সেই তথ্যের ভিত্তিতে মিরসরাই থানা পুলিশের উপ-পরিদর্শক মাসুদ রানার নেতৃত্বে একদল পুলিশ নিজামপুর বাজার এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসিয়ে একটি নীল রংয়ের চট্ট: মেট্রো-শ-১১-৫০৯৭ একটি মিনি ট্রাককে সংকেত দিয়ে থামানোর পর তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দসহ গাড়িটিতে থাকা ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত ফেন্সিডিল গুলোর আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা বলে জানিয়েছেন পুলিশ। ফেন্সিডিল ব্যাবহারে ব্যবহ্ত মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে।
মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন বলেন, ভারতীয় ফেনসিডিলসহ আটক ৩ জনকে আটকের পর উপ-পরিদর্শক মো. মমিন হোসেন বাদী হয়ে থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। সময় স্বল্পতার কারনে আজকে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়নি। আগামীকাল তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর জানা যাবে আসামীরা ভারতীয় ফেনসিডিল গুলো কোথায় এবং কাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এরপর আসল রহস্য কিংবা এরসাথে আরো কারা জড়িত আছে তাদের নাম জানা যাবে। তখনই আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পারব।