বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
প্রকাশিত: শনিবার, অক্টোবর ১৪, ২০২৩
সীতাকুণ্ড প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ভাটিয়ারী ইমামনগর বায়তুশ শরফ জামে মসজিদ ও সীতাকুণ্ডের সুলতানিয়া ফোরকানিয়া মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির আয়োজনে কেরাত-হামদ ও নাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার মসজিদ প্রাঙ্গণে অত্র মসজিদের মোতোয়াল্লি মনিরুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল আবছার।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা হুসাইন সিদ্দিকী, মাস্টার বাহার চৌধুরী।
মসজিদের ইমাম মাওলানা শাহজাহান ও প্রকৌশলী রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার সাইদুর রহমান, ডাক্তার মোহাম্মদ লোকমান, আলহাজ্ব মোহাম্মদ সুলাইমান, কফিল উদ্দিন, জানে আলম, মুফিজুর রহমান, মোঃ শফি, মোহাম্মদ আলী, নজরুল ইসলাম, নজরুল ইসলাম, মো. মনছুরুল আলম প্রমূখ।