বুধবার, ৩১ মে ২০২৩
প্রকাশিত: শনিবার, এপ্রিল ১০, ২০২১
পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন চরম খরতাপ। যেখানে পুড়ছে অভিনয় তারকা থেকে সাবেক ও বর্তমান সাংসদরাও।
এবার এতে আক্রান্ত হলেন শাসকদল বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ভাঙা হয়েছে গাড়ি, ‘গো ব্যাক’ স্লোগানে ধাওয়াও দিয়েছে স্থানীয় ভোটাররা। বিজেপির অভিযোগ, এতে নেতৃত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস।
ঘটনাটি ঘটে আজ (১০ এপ্রিল) সকালে রাজ্যের চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের পাশে। এতে দেখা যায়, এক মহিলা ভোটারের সঙ্গে কথা কাটাকাটি করতে করতে মেজাজ হারিয়ে ফেলে ধমক দেন লকেট। আর তাতেই ক্ষেপে যান আশেপাশের সবাই। এসময় বিভিন্ন বয়সী নারীরা তর্কে জড়িয়ে পড়েন লকেটের সঙ্গে। এতে যোগ হয় আশে পাশে থাকা পুরুষেরা। এক পর্যায় সবাই তেড়ে আসতে থাকে এ অভিনেত্রীর দিকে। পুলিশি প্রহরায় গাড়িতে উঠেন লকেট। তবে তার আগেই ভেঙে ফেলা হয় তার বাহনটি।
সূত্রের খবর, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ চুঁচুড়া বিধানসভার ৬৬ নম্বর বুথে মহিলারা ছাপ্পা ভোট দিচ্ছিলেন বলে অভিযোগ। খবর কানে আসতেই তড়িঘড়ি সংশ্লিষ্ট বুথে পৌঁছান পদ্মপ্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এরপরই বাঁধে গণ্ডগোল।
অন্যদিকে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন দাবি করেন, লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ভেতর থেকে ভাঙা হয়েছে!
সূত্র: জি২৪ঘণ্টা