সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত: শনিবার, অক্টোবর ২১, ২০২৩
ফেনী প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমদের বিরুদ্ধে সকল মামলা ও ইতিপূর্বে ঘোষিত মামলার রায় বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ফেনীর ছাগলনাইয়া উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার(২১ অক্টোবর) ছাগলনাইয়া মধুমতি মার্কেট চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, এতে সভাপতিত্ব করেন ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহবায়ক নুর আহমেদ মজুমদার। এতে বিশেষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল খালেক সিনিয়র যুগ্ম আহবায়ক ফেনী জেলা বিএনপি, পেশাজীবি নেতা প্রকৌঃ এম হোসাইন পাটোয়ারী মিলন।
এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রবিউল হক চৌধুরী মাহবুব চেয়ারম্যান, ডালিম মজুমদার,আবু সাঈদ কায়সার, ওহিদ উল্লাহ, মিজানুর রহমান,একরাম উদ্দিন শিপু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বেলাল আহমদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবী জানান।
উল্লেখ যে, বিএনপি নেতা বেলাল আহমদসহ ১৫ জনের চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত সোমবার (৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ রায় দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ চলাকালে ২০১৫ সালের ৪ জানুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে ৩০-৪০ জন যমুনা ফিউচার পার্কের বিপরীতে প্রগতি সরণীতে জনসাধারণের চলাচলে গতিরোধ, পুলিশের কাজে বাধা ও বাসে অগ্নিসংযোগ করে। অগ্নিসংযোগে এক লাখ ৬০ হাজার টাকার ক্ষতি হয়।
এ ঘটনায় ভাটারা থানার সাব-ইন্সপেক্টর নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলা তদন্ত করে ওই বছরের ১২ মে বেলাল আহমদ সহ ১৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন ভাটারা থানার সাব-ইন্সপেক্টর শাহ মো. সাজু মিয়া।