বুধবার, ৩১ মে ২০২৩
প্রকাশিত: সোমবার, এপ্রিল ১২, ২০২১
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নগরীর বায়তুর রহমত জামে মসজিদে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি,কারামুক্তি,দীর্ঘায়ু কামনা সহ সারা দেশে বিএনপি’র কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতৃবৃন্দদের সুস্থতা কামনা করেন।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক মোঃ সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন,যুগ্ম অাহবায়ক আসিফ চৌধুরী লিমন, জহির উদ্দীন বাবর, আরিফুর রহমান মিঠু, শহিদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ, রাজিবুল হক বাপ্পি, নুর নবী মহররম, সদস্য আবু কাউছার, কামরুল হাসান আকাশ,মোঃ আব্বাস উদ্দিন সহ বিভিন্ন কলেজ,থানা,ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ।