শনিবার, ০১ এপ্রিল ২০২৩
প্রকাশিত: শনিবার, মার্চ ১৮, ২০২৩
ইবি প্রতিনিধি:
উপাচার্য থেকে পিওন পর্যন্ত আমরা এমন কোন আচরণ করব না, যে আচরণের মধ্য দিয়ে আমাদের বুকে আগুন জ্বলে। এমন দৃশ্য আমরা আর দেখতে চাই না, আমরা চাই সেই দৃশ্য দেখতে, যা দেখে আমরা গর্ব করে বলতে পারবো।” কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দা‘ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে দুপুরে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় এল্যামনাইয়ের সভাপতি এবং স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা একটি আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছিলাম। আমরা চেয়েছিলাম এমন বিশ্ববিদ্যালয় যেখানে ধর্মীয় গোড়ামির উর্ধ্বে থেকে প্রকৃতঅর্থে জ্ঞান-বিজ্ঞানের চর্চা হবে। অবশ্য এপথে আমরা অনেক দূর এগিয়েছি।
শনিবার (১৮ মার্চ) সকাল ১০টায় বিভাগটির পূর্ণমিলনী উপলক্ষে অনুষদ ভবন থেকে আনন্দ র্যালি বের হয়। এসময় বিভাগটির ১৯৮৫-৮৬ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষের মোট ৩৬টি ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় দা‘ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. শহীদ মুহাম্মদ রেজওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, থিওলজি এন্ড ইসলামীক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ এ এন এম এরশাদ উল্লাহ, সভার প্রধান উপদেষ্টা ও বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আফাজ উদ্দীন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট’র মহাপরিচালক ড. এম আবদুল আজিজ।
এছাড়া প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, পরিবাহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মাসহ বিভাগের অন্যান্যরা উপস্থিত ছিলেন।