শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিনের মৃত্যুতে সিইউজে’র শোক

প্রকাশিত: শুক্রবার, এপ্রিল ২৩, ২০২১

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

শুক্রবার এক শোকবার্তায় সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সকাল সোয়া ১০টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা সাহাবউদ্দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

সর্বশেষ