বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
প্রকাশিত: মঙ্গলবার, এপ্রিল ২০, ২০২১
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুরে গেলেন শতাধিক প্রবাসী, যারা লকডাউনে আটকা পড়েছিলেন।
বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, মঙ্গলবার সকাল ৮টা ১৩ মিনিটে ১০৬ জনকে নিয়ে বিমানের ওই বিশেষ ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।
বিকেলে ঢাকা থেকে দাম্মামে একটি ও সন্ধ্যায় জেদ্দায় একটি বিশেষ ফ্লাইট যাবে আটকে পড়া যাত্রীদের নিয়ে। একটি কার্গো ফ্লাইট হংকংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বিকেলে।
করোনাভাইরাসের জন্য ২৮ এপ্রিল পর্যন্ত দেশে-বিদেশে সব ধরনের ফ্লাইট বন্ধ রেখেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাতার ও ওমানের প্রবাসীদের আনা-নেওয়ার জন্য বিশেষ ফ্লাইটগুলো আগের মতই চলবে।