বুধবার, ১০ অগাস্ট ২০২২
প্রকাশিত: বুধবার, জুন ২৯, ২০২২
নগর প্রতিবেদক::
বিয়ে খেতে যুক্তরাজ্যে যেতে চান চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক। এ জন্য ছুটি চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করলে ত্রুটিপূর্ণ আবেদন নিয়ে উল্টো প্রশ্নের মুখে পড়েছেন তিনি।
এমনকি বিদেশ ভ্রমণের খরচের উৎস জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত ২৩ জুন উপ সচিব মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠি চসিক কার্যালয়ে পৌঁছালে এমন তথ্য বেরিয়ে আসে।
অবশ্য, এ প্রকৌশলীর বিরুদ্ধে ছেলের ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে কোটি কোটি টাকা আয়ের সংবাদ প্রকাশ হলেও কেনো ব্যবস্থা নেয়নি সিটি করপোরেশন । এ সব টাকা পাচারের উদ্দেশ্যে অবসরের যাওয়ার আগেই বিদেশে সেটেল্ড হতে চান তিনি। এমনই কথা চাউর রয়েছে প্রকৌশল বিভাগ সংশ্লিষ্টদের মাঝে। উল্লেখ্য, ২০২৩ সালের মার্চ মাসে অবসরে যাবেন রফিকুল ইসলাম।
ওই চিঠিতে উল্লেখ করা হয়, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মন্তব্য ছাড়া আবেদন করেছেন তিনি। যুক্তরাজ্যে অবস্থানরত রফিকুল ইসলাম মানিক তার বোনের বিয়ে উপলক্ষে আগামী ১৫ জুলাই-৩০ জুলাই পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থানরত করার কথা জানিয়ে ছুটি (বহিঃবাংলাদেশ) চেয়ে আবেদন দাখিল করেন। আবেদনের নির্ধারিত স্থানে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত নয়। তাছাড়া ছুটির হিসাব সংক্রান্ত ফরমে নিয়ন্ত্রণাকারী অফিসারের মন্তব্য নেই।
এসব বিষয়ে জানার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।