বুধবার, ৩১ মে ২০২৩
প্রকাশিত: বৃহস্পতিবার, মে ৬, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার :
মাদক বিরোধী অভিযান চালিয়ে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে এক রোহিঙ্গা মাদক কারবারিকে ক্রিস্টাল মেথ (আইস) মাদক সহ গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
এ-ই অভিযানের সত্যতা নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
তিনি জানান, বুধবার ৫ মে রাত আটটা দশ মিনিটের দিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকস টিম টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নুর মোহাম্মদ নামের এক রোহিঙ্গা মাদক কারবারির হেফাজত হতে ১ শত গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) মাদকসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত রোহিঙ্গা মাদক কারবারি হলেন- জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদ (৫৫) পিতা মৃত সোনা আলী’র ছেলে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।