শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রকাশিত: বৃহস্পতিবার, এপ্রিল ৮, ২০২১
বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জি ও বেহালা পূর্বের প্রার্থী পায়েল সরকারের সমর্থনে রোড শো করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। অনুমতি না মেলায় তা বন্ধ হয়ে যায়। বেহালায় সভা কেন করতে দেওয়া হল না, কারণ জানতে চেয়ে প্রশ্ন মিঠুন চক্রবর্তীর । বিজেপি এলে দাঙ্গা, সন্ত্রাস হবে না, আমরা এর বিরুদ্ধে, সাংবাদিকদের বললেন মিঠুন। টালিগঞ্জে বাবুল সুপ্রিয়র হয়ে প্রচার করলেন মিঠুন চক্রবর্তী। দুজনেরই অভিযোগ সেখানেও ছিল জট। সমস্যা মিটিয়ে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর শুরু হল প্রচার।
টলিউড তাঁর আবেগের জায়গা, বাবুল অত্যন্ত কাছের, সেই জন্যই এই রোড শোতে পা মেলালেন মহাগুরু। মিঠুনের মত-‘বাবুল সুপ্রিয় আমার কাছে শুধু প্রার্থী নন, বাবুল আমার পাড়ার ছেলে, ও আমার কাছে আবেগ। হারা জেতার পালা নিয়ে এখনও প্রশ্ন উঠছে কেন ? তিন দফার ভোট হয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে সব। বাবুল ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে মানুষের জন্য তিনি কতটা কাজ করতে পারেন। টালিগঞ্জে ও জিতলেও যে কাজ করব সে বিষয়ে আমি নিশ্চিত, কোনও প্রশ্নচিহ্ণ নেই। টালিগঞ্জ শুধু নয় টলিউডের কথাও বলছি।’
সাংবাদিকদের বাবুলের কাছে প্রশ্ন রাখতেই সেই প্রশ্ন প্রায় টেনে নিয়ে উত্তর দেন সুপারস্টার (Mithun Chakraborty) ,- তাঁর মতে-‘ আমি বারতি অ্যাডভানটেজ নিতে আসিনি, বাবুলও তা নিতে আসেনি। বাবুলের প্রতি ভালবাসায় আমি আজ ওর পাশে দাঁড়াতে এসেছি। এই ভালবাসা সবসময় ছিল, আগামী দিনও থাকবে। আর বিজেপি নিজের জায়গা ইতিমধ্যেই করে নিয়েছে, কত ভোটে জিতবে এখন শুধু এটাই দেখার।’