বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
প্রকাশিত: শুক্রবার, এপ্রিল ২৩, ২০২১
বাকলিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আফতাবুর রহমান শাহীন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার দুপুরে ঢাকা স্পেসালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক মো ইদ্রিস আলী।
এদিকে আফতাবুর রহমান শাহীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের মাগফেরাত কামনা করেন। একই দলে তাঁর অবদানের কথা স্বরণ করেন নেতৃবৃন্দ।