সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

বিএনপি থেকে পালিয়ে তৃণমূলে যোগ দেবে অনেক নেতা: তথ্যমন্ত্রী

প্রকাশিত: বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩

নগরনিউজ ডেস্ক : আরও অনেকে বিএনপি থেকে পালিয়ে তৃণমূল বিএনপিতে যোগ দেবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

তিনি বলেন, বিএনপিতে মূল্যায়ন না হওয়া এবং নির্বাচনের সুযোগ না থাকায় অনেক নেতা দলছুট হতে পারে।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

ভোটে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির এখনকার বক্তব্য আর একমাস আগের বক্তব্যের পার্থক্য আছে। বিএনপি ২০১৮ সালেও শেষ পর্যন্ত নির্বাচনে এসেছিল। এবার কি করে সেটা দেখার অপেক্ষায় মানুষ।

হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকার চায় বিএনপি নির্বাচনে আসুক। কিন্তু বিএনপি নির্বাচনে জেতার গ্যারান্টি চায়।

সর্বশেষ