শনিবার, ২৫ মার্চ ২০২৩
প্রকাশিত: বৃহস্পতিবার, এপ্রিল ২৯, ২০২১
নগর ডেস্ক
বিএনপি নেতা এম ইলিয়াস আলীর গুমে সরকার জড়িত নয় বলে দেওয়া বক্তব্য এবং সংবাদ সম্মেলন করে যে ব্যাখ্যা দিয়েছেন, সেটি কেউ অনুধাবন করতে পারেননি বলে বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলকে দেওয়া চিঠিতে এমনটাই জানান এই নেতা।
বক্তব্যের ব্যাখ্যা চেয়ে বিএনপির চিঠির জবাবে সোমবার (২৬ এপ্রিল) ব্যাখ্যা পাঠান আব্বাস। এতে তিনি এ কথা বলেন। আব্বাসের জবাব পাওয়ার বিষয়টি বিএনপিকে নিশ্চিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি জানান, বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে লোক মারফত এই ব্যাখ্যা পাঠান আব্বাস।
এমরান সালেহ বলেন, ‘১৭ এপ্রিল ইলিয়াস আলীকে নিয়ে বক্তব্য দেওয়ার পরদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তবুও দল তার বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছে। তিনি বলেছেন তার বক্তব্য আসলে কেউ অনুধাবন করেনি, যা অত্যন্ত দুঃখের বিষয়।’
চিঠিতে মির্জা আব্বাস আরও বলেছেন ‘আমি কখনো বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে কাজ করিনি। দলের দুঃসময়ে দলের জন্য কাজ করেছি নিরসলভাবে। সরকারবিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি সামনে থেকে’।’
গত ১৭ এপ্রিল দলের ভার্চুয়াল এক অনুষ্ঠানে ইলিায়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আমি জানি, আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি। তাহলে গুমটা কে করল? এই সরকারের কাছে এটা আমি জানতে চাই।’
ভার্চুয়াল ওই প্রোগ্রামে মির্জা আব্বাস দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আরও বলেছিলেন, ইলিয়াস আলীর গুমের পেছনে দলের অভ্যন্তরে লুকায়িত ‘বদমায়েশগুলো’কে চিহ্নিত করে ব্যবস্থা নিন।’
মির্জা আব্বাসের বক্তব্য এসব জনমতকে প্রশ্নবিদ্ধ করেছে উল্লেখ করে দল থেকে পাঠানো চিঠিতে বলা হয়, ‘এ পরিস্থিতিতে আসলে আপনি কী বলতে চান, দলের নেতাকর্মীরা আপনার কাছ থেকে এর ব্যাখ্যা প্রত্যাশা করছেন।’
একাধিক গণমাধ্যমে বক্তব্য প্রকাশের পরিপ্রেক্ষিতে মির্জা আব্বাস শাহজাহানপুরে তার বাসভবনে একটি সংবাদ সম্মেলন করে দাবি করেন, মিডিয়া তার বক্তব্য আংশিক প্রকাশ করেছে।
খবর-অপরাজেয় বাংলা