বুধবার, ০৪ অক্টোবর ২০২৩
প্রকাশিত: মঙ্গলবার, এপ্রিল ২৭, ২০২১
নগরীর বায়েজিদ বোস্তামি মাজারের পুকুর থেকে নুর আলম (৯) নামে এক শিশুর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ এপ্রিল) বিকেলে এ কঙ্কাল উদ্ধার করা হয়।
নুর আলম হবিগঞ্জ জেলার সদর থানা এলাকার নুর নবীর ছেলে। কঙ্কাল উদ্ধারের পর মা হেনা বেগম পুত্রের পরিচয় শনাক্ত করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামি জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শাহ আলম।
ঘটনাস্থলে উপস্থিত বায়েজিদ বোস্তামি থানার উপপরিদর্শক (এসআই) নূর নবী বলেন, মাজারের পুকুর থেকে মানুষের একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি ৪/৫ দিন ধরে মরদেহ পুকুরে পড়েছিল।
বয়স আনুমানিক ১২ থেকে ১৪ বছর হতে পারে। মরদেহের শরীরে মাংসপেশী কাছিম খেয়ে ফেলেছে। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর হয়েছে।