বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

বায়েজিদে মাইক্রোর ধাক্কার সিকিউরিটি গার্ডের মৃত্যু

প্রকাশিত: মঙ্গলবার, এপ্রিল ৬, ২০২১

সড়ক দূর্ঘটনা
ফাইল ছবি

নগরীর বায়েজিদে মাইক্রোবাসের ধাক্কায় আফছার আলী (৭০) নামের এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) লিংক রোডে সকাল ৯টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আফছার আলী সীতাকুণ্ড উপজেলায় জঙ্গল সলিমপুর এলাকার মৃত মো. শহীদ উদ্দীনের ছেলে।

আফছার আলীর ছেলে সাজেদুল ইসলাম বলেন, ‘বাড়ি থেকে সাইকেলে চাকরিতে যাচ্ছিলেন বাবা। পথে বায়েজিদ লিংক রোডে ছিন্নমূলের মুখে সাইকেলকে মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বাবার মৃত্যু হয়েছে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক বলেন, ‘মাইক্রোবাসের ধাক্কায় আহত হন এক সিকিউরিটি গার্ড। সকাল সাড়ে ৯টায় আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

সর্বশেষ

সর্বশেষ