বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
প্রকাশিত: সোমবার, জুলাই ২৪, ২০২৩
প্রতিনিধি, খাগড়াছড়ি ::
খাগড়াছড়িতে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭, বাল্যবিবাহ নিরোধ বিধিমালা-২০১৮, শিশু সুরক্ষা ও অধিকার, জেন্ডার সমতা বিষয়ক সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৪জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা শহরের মিলনপুরস্থ হিলটপ হোটেল এন্ড রেস্টুরেন্ট কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলা সদরের কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।
কর্মশালাটি গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা (GAC) এবং প্লান ইন্টারন্যাশনাল এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় গ্রীনহিলেট Combatting Early Marriage in Bangladesh (CEMB) ‘বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্প’ এর আয়োজনে অনুষ্ঠিত হয়।
এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহান।
এসময় ফ্যাসিলিটেটর হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সুষ্মিতা খীসা।
পরে সমাপনী অধিবেশনে প্রধান অতিথি এবং ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা
কর্মশালায় অতিথিরা বলেন, বাল্যবিবাহ ও শিশু অধিকার অনেক সময় বিভিন্ন এলাকায় হয়ে থাকে। যা অনেক সময় প্রশাসন, জনপ্রতিনিধি এবং এনজিও সংস্থাদের নজরে আসে না। অনেকে ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তৃণমূল পর্যায়ে অনেকে এসবের হয়রানির শিকার হয় এবং ঘটে থাকে। এসবের কারণে যাতে সাধারণ জনগণ সচেতন হয় সেই বিষয়গুলো সাংবাদিকদের মাধ্যমে উঠে এসে সেজন্য আয়োজন পক্ষের অনুরোধ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল, বাংলাদেশ’র এম এন্ড ই স্পেশালিষ্ট-সিইএমবি আতিকা আজরা অয়ন, চাইল্ড প্রোটেকশন স্পেশালিষ্ট সুমনা চৌধুরী, গ্রীনহিলের CEMB প্রকল্পের খাগড়াছড়ির ম্যানেজার, প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান।