বুধবার, ৩১ মে ২০২৩
প্রকাশিত: বৃহস্পতিবার, মে ১৩, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট
নগরীর বায়েজিদ থানার বোর্ড এলাকায় রিকশার গ্যারেজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে জাহেদ আলম (২৯) এক যুবক।
সে ওয়াজেদিয়া ৩ নম্বর ওয়ার্ডের মৌলভি সালেহ জহুর বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে।
বায়েজিদ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম জানান, সাড়ে ৭টার দিকে রিকশার গ্যারেজে গলায় ফাঁস লাগিয়ে মেকানিক জাহেদ আত্মহত্যা করে।
মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।