মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
প্রকাশিত: বুধবার, মে ১৯, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট :
নগরীর বায়েজিদ থানা এলাকায় ১১ বছরের এক ছাত্রকে বিগত সাত মাস ধরে বলাৎকারের অভিযোগে মিজানুর রহমান (২৪) নামে এক হাফেজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ মে) দুপুরে নগরের রুবি গেইট এলাকার পাক পাঞ্জাতন হেফজ ও এতিমখানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার।
তিনি বলেন, ‘দুপুরে হেফজ খানার এক
ছাত্রকে বলাৎকারের অভিযোগ পেয়ে আমরা অভিযান চালিয়। ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ সাত মাস যাবত এই হাফেজ শিশুটিকে নির্যাতন করেছে। তার পরিবার আমাদেরকে বিষয়টি জানালে আমরা সাথে সাথেই তাকে গ্রেপ্তার করি।
তিনি আরো বলেন, ওই ছাত্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত হেফজ শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইন অনু্যায়ী পরবর্তী কাজ করা হবে।