বুধবার, ৩১ মে ২০২৩

বায়েজিদে ছিনতাই করতে গিয়ে গ্রেফতার ছিনতাইকারী

প্রকাশিত: বৃহস্পতিবার, মে ২৭, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট:

নগরের বায়েজিদ থানার অক্সিজেন মোড় এলাকায় ছিনতাইকালে একজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান।

গ্রেফতারকৃত বেলাল(৩০) অক্সিজেন কসাইপাড়ার ফয়েজ আহমেদের পুত্র।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মাদার্সা বহুমুখী উচ্চ বিদ্যালরের শিক্ষক তার কন্যা তাসনিয়া ওয়াহি (৩) কে চিকিৎসা করানোর জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ যাওয়ার পথে অক্সিজেন মোড়ে বাসের জন্য ওয়াজেদিয়া ফিলিং স্টেসনের সামনে রাস্তার উপর দাড়িয়ে ছিলেন। এসময় শিক্ষকের ডান পকেটে থাকা একটি অপপো এনড্রয়েট মোবাইল সেট ছিনতায়ের জন্য থাবা দিয়ে দৌড় পালানোর চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ ছিনতাইকারীকে ধরে তার থেকে ছিনতাইকৃত মোবাইল সেটটি উদ্ধার করে পুলিশ।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামরুজ্জামান বলেন, ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আসামীর বিরুদ্ধে মাদক ও ডাকাতির প্রস্তুতির একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময় ০৯, ৩৮ পিএম,
নগর নিউজ/ ইএ/ ২৭ মে ২০২১

সর্বশেষ