বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

বায়েজিদের ওসি হলেন কামরুজ্জামান, ডিবিতে প্রিটন সরকার

প্রকাশিত: বৃহস্পতিবার, মে ২০, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট:

নগরীর বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দায়িত্ব দেওয়া হয়েছে নগর গোয়েন্দা (ডিবি পশ্চিম) পরিদর্শক মো. কামরুজ্জামান। বর্তমান ওসি প্রিটন সরকারকে নগর গোয়েন্দা (ডিবি-পশ্চিম) শাখায় বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ বদলির আদেশ দেন।

সিএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার শাহ মো. আব্দুর রউফ জানান, নিয়মিত বদলির অংশ হিসেবে বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকারকে বদলি করা হয়েছে।

সদ্য দায়িত্ব পাওয়া বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এর আগে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। মিডিয়া বান্ধব পুলিশ হিসেবে সুনাম রয়েছে নগরজুড়ে।

সর্বশেষ

সর্বশেষ