রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত: মঙ্গলবার, মে ২৫, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট, বান্দরবান:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে আর্থিক অনুদান পেল সাংবাদিকসহ গরীব, মেধাবী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৫ মে) সকালে বান্দরবান জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস ফরাজী, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ বান্দরবানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্টানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অনুদানপ্রাপ্ত বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় মন্ত্রী বান্দরবানে কর্মরত সাংবাদিক, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ ৭৬জন গরিব অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ ১০ লক্ষ টাকা প্রদান করেন।
বাংলেদেশ সময় ০৫.১০ পিএম
নগরনিউজ/আরআর/ইএ/ ২৫ মে ২০২১