শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রকাশিত: মঙ্গলবার, মে ১১, ২০২১
নগরীর বহদ্দারহাট বাদুরতলা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক তরুণ রাজনীতিবিদ মো. জাকির হোসেনের উদ্যোগে গরিব, অসহায়, কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে) বিকেলে নগরীর বাদুরতলা আরাকান হাউজিং সোসাইটির সম্মুখে এসব খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বহদ্দারহাট বাদুরতলা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির প্রধান উপদেষ্টা শিল্পপতি এম এ মোতালেব।
বিশেষ অতিথি হিসেবে বহদ্দারহাট বাদুরতলা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির উপদেষ্টা হাজী মুজিবুর রহমান, হাজী জসিম উদ্দিন, ইসমাইল চৌধুরী হানিফ, সমিতির সভাপতি জাহেদুল আলম, সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হক, সহসভাপতি মোজাম্মেল হক রুবেল, যুগ্ম সম্পাদক লুৎফর রহমান লিটন, সদস্য আবু সাদাত সায়েম, কামরুল হাসান, আরাকান হাউজিং মালিক সমিতির সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ মুন্না, ধর্ম সম্পাদক হাফেজ হামেদ হাসান, খোরশেদ আলম বাবুল, হাজ্বী আবদুস সবুর, শাহাবুদ্দিন রাশেদ, নজির আহমেদ, হানিফ তালুকদার প্রমুখ।
এ সময় বহদ্দারহাট বাদুরতলা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক তরুণ রাজনীতিবিদ মো. জাকির হোসেন বলেন, করোনা কালীন সময়ে সাধারণ মানুষ অনেক কষ্টে দিনযাপন করছে। তারা অনেকে লোক লজ্জার ভয়ে কারো কাছে চাইতে পারছে না। সমাজের যারা বিত্তবান আছে তাদের উচিত জাতির এই দুর্যোগ সময়ে মানুষের পাশে দাড়ানো। মানুষ মানুষের জন্য এটা আমাদের সকলের মনে রাখতে হবে। আমরা সকলে যদি এগিয়ে আসি তাহলে যে কোন দূর্যোগ মোকাবেলা সম্ভব।