বুধবার, ৩১ মে ২০২৩
প্রকাশিত: মঙ্গলবার, এপ্রিল ৬, ২০২১
বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্স পাওয়া সকল বাণিজ্য সংগঠনের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। করোনা মহামারি রোধে সরকার এ পদক্ষেপ নিয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (৬ এপ্রিল) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোলেমান খান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, করোনার বিস্তার রোধে জনসমাগম বন্ধে বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত সকল বাণিজ্য সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বৃদ্ধি করা হলো।
এই আদেশের মধ্য দিয়ে যেসব বাণিজ্য সংগঠনের নির্বাচন বা এজিএম ৩১ ডিসেম্বরের আগে অনুষ্ঠিত হওয়ার শিডিউল ছিল, তারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পেলো।