শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রকাশিত: বৃহস্পতিবার, মে ২০, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট, রাঙামাটি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে স্থানীয়রা।
বুধবার (১৯ মে) রাত ১০টায় বাঘাইছড়ি পৌরসভার মুসলিম ব্লক ইমাম পাড়া এলাকায় এক শিক্ষকের বাড়ির আঙ্গিনা থেকে বানরটি উদ্ধার করা হয়।
বানরটিকে উদ্ধার করে বনবিভাগকে খবর দেয়া হলে বনবিভাগের লােকজন রাতেই বানরটিকে উদ্ধার করে নিয়ে আসে।
পরবর্তীতে বহস্পতিবার(২০ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উদ্ধার বানরটিকে পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।
বাঘাইছড়ি বন কর্মকর্তা ময়নুল হক জানান, রাতই খবর পেয়ে বানরটিকে উদ্ধার করে বৃহস্পতিবার সকালে পাবলাখালী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বন উজাড়ের কারণে বন্য প্রাণীদের আবাসস্থলের ক্ষতি ও খাদ্যর সংকট দেখা দিয়েছে। তাই খাদ্যর খােঁজে বিভিন্ন সময় প্রাণীরা লােকালয়ে ঢুকে পড়ছে।