মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

বাগানে গাছ কাটতে গিয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: মঙ্গলবার, মে ২৫, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট :

সাতকানিয়ায় বাগানে গাছ কাটতে গিয়ে হাতির আক্রমণে মো. সৈয়দুল ইসলাম নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ মে) সকালে উপজেলার চরতী ইউনিয়নের সুঁইপুরা এলাকায় এই ঘটনা ঘটে।

পরে সকাল ৯টার দিকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। সৈয়দুল ইসলাম উখিয়ার কুতুপালং ক্যাম্পের আব্দুস সালামের ছেলে।

জানা গেছে, সৈয়দুল ইসলাম আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কাজের সন্ধানে কুতুপালং ক্যাম্প থেকে সাতকানিয়ায় আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘সাতকানিয়ার চরতীতে হাতির আক্রমণে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।’


বাংলাদেশ সময় ০১. ২৫ পিএম
নগর নিউজ/ইএ/ ২৪ মে ২০২১

সর্বশেষ