শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক শাহীনের মৃত্যুতে ১৫ থানা বিএনপির শোক

প্রকাশিত: শুক্রবার, এপ্রিল ২৩, ২০২১

বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আফতাবুর রহমান শাহীন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

তিনি শুক্রবার (২৩ এপ্রিল) দুপর ২ টার দিকে ঢাকা স্পেসালাইজড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয় স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

এদিকে আফতাবুর রহমান শাহীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগরীর ১৫ থানা বিএনপির নেতৃবৃন্দ।

কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, পাঁচলাইশ থানার সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন, সাঃ সম্পাদক মনির আহমেদ চৌধুরী, ছাঁন্দগাও থানার সভাপতি মোঃ আজম, সাঃ সম্পাদক শরিফ উদ্দিন খান, বায়েজিদ থানার সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাঃ সম্পাদক আবদুল কাদের জসিম, হালিশহর থানার সভাপতি মোশারফ হোসেন ডেপটি, সাঃ সম্পাদক জাহাঙ্গীর আলম, পাহাড়তলী থানার সভাপতি হাজী বাবুল হক, সাঃ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, ডবলমুরিং থানার সভাপতি মোঃ সেকান্দর, সাঃ সম্পাদক হাজী বাদশা মিয়া, আকবর শাহ থানার সভাপতি আবদুস সাত্তার সেলিম, সাঃ সম্পাদক মাঈনুদ্দীন চৌধুরী মাঈনু, খুলশী থানার আহবায়ক এড, আবদুস সাত্তার, বাকলিয়া থানার সভাপতি ফরিদ আহমেদ, বন্দর থানার সভাপতি হাজী হানিফ সওদাগর, সাঃ সম্পাদক জাহিদুল হাসান, পতেঙ্গা থানার সভাপতি ডাঃ নুরুল আবছার, সাঃ সম্পাদক মোঃ শাহাবুদ্দীন, ইপিজেড থানার সভাপতি সরফরাজ কাদের রাসেল, সাঃ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ, সদরঘাট থানার সভাপতি মোঃ সালাউদ্দীন, সাঃ সম্পাদক হাবিবুর রহমান, চকবাজার থানার সাঃ সম্পাদক নুর হোসাইন প্রমূখ নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বশেষ