শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

বাকলিয়ায় মোবাইল না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা

প্রকাশিত: রবিবার, এপ্রিল ২৫, ২০২১

মায়ের কাছে মোবাইলের আবদার করে না পেয়ে আত্মহত্যা করেছে আয়েশা আক্তার (১২) নামের এক শিশু। শনিবার দিবাগত রাতে নগরীর রাহাত্তারপুল এলাকার পুরাতন চারতলা এলাকায় এ ঘটনা।

আয়েশা আক্তার কক্সবাজারের উখিয়া থানার রাজাপালং উত্তর বিলের শামসুল আলমের মেয়ে।

জানা যায়, আয়েশার বাবা একজন রিকশা চালক ও মা পোশাক কারখানার শ্রমিক। গত কিছুদিন ধরে মায়ের কাছে একটি মোবাইল কিনে দেওয়ার আবদার করে আয়েশা। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে মেয়ের আবদার তরা পূরণ করতে পারেনি। এতে করে অভিমানে শনিবার রাতে বাসায় যখন কেউ ছিল না তখন টিনের চালের অ্যাঙ্গেলের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, মায়ের সঙ্গে অভিমান করে এক শিশু আত্মহত্যা করেছে। শনিবার রাত দশটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সর্বশেষ