রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত: সোমবার, এপ্রিল ২৬, ২০২১
আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মৃতি পরিষদের উদ্যোগে মোহাম্মদ ফারুক ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা সায়দ বিন আবদুল্লাহ নাহিদের তত্ত্বাবধানে ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের আফগান মসজিদ এলাকায় ৪৫টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর শহিদুল আলম শহিদ বলেন, এখন করোনা পরিস্থিতিতে কারণে আমাদের কঠিম সময় পার করতে হচ্ছে। প্রয়াত চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর যখন বেঁচে ছিলেন দেশের যে কোনো ক্রান্তিলগ্নে মানুষের পাশে ছিলেন তিনি। আমাদের এই মানব সেবা আমরা তাঁর কাছে থেকে শিখেছি।
অনুষ্ঠানে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি বলেন, একটা ভয়াবহ বৈশ্বিক সংকটে আমরা। উন্নত দেশগুলোতে করোনার ভয়াবহ ছোবল মারিয়ে পাশের দেশ ভারতেও প্রতিদিন করোনায় মৃত্যুর বন্যা বইছে। বিশ্বের অন্যতম জনবহুল দেশ- বাংলাদেশেও চলছে করোনার ২য় আঘাত। রমজানের এমন সময়ে বৈশ্বিক মহামারির এ দাপটে নিম্ন ও মধ্য আয়ের মানুষের পেট-ভাতের সংস্থান করতে আসলে অনেক কষ্ট হচ্ছে। প্রতিদিন ইফতার ও সেহেরি বিতরনের জন্য বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের উপচে পড়া ভিড় সে বার্তায় দিচ্ছে। তবে প্রতিটি এলাকায় আর্থিকভাবে সচ্ছল মানুষরা যদি এগিয়ে আসে এ প্রতিকূলতা আমরা কাটিয়ে আসতে পারবো ইনশাহ্ আল্লাহ। সমাজের বিত্তবান মানুষের কাছে আকুল আবেদন, এমন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ান।’
এসময় উপস্থিত ছিলেন বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা ঐশিক পাল জিতু, ইনজামুল ইমু, ইয়াছিন আরাফাত মুন্না, মিনহাজুল ইসলাম, সাজ্জাদুল ইসলাম সোহাগ, সাদমান সাকিব, মুশফিকুল হায়দার, সাদ বিন জামান, হৃদয় বড়ুয়া, শুভ হাসান প্রমুখ।