বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

বাকলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে পড়ে দুই মোটরসাইকেল মৃত্যু

প্রকাশিত: রবিবার, মে ৯, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট

নগরীর বাকলিয়া থানার ৫ নম্বর ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এস আলম বাসের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার ( ৯ মে) সন্ধা পৌনে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত্যু হওয়া দুইজন হলো, মোঃ আবু বক্কর (৪৮) বোয়ালখালী উপজেলার শেখ চৌধুরী পাড়া আব্দুল সালাম মেম্বারের বাড়ির মৃত মোহাম্মদ সৈয়দ ছেলে মো.আবু বক্কর (৪৮) ও চন্দনাইশ উপজেলার কানাই মাদারী এলাকার ওসমান গনির ছেলে মো. মদিজ উদ্দিন (৩৭) ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, রবিবার বিকেলে মোটরসাইকেল চালিয়ে দুই যুবক চান্দঁগাও থেকে নতুন ব্রিজের দিকে যাচ্ছিল। ৫ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছানের পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এস আলম বাসের নিচে চাপা পড়েন তারা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হয়। এ অবস্থায় জরুরি বিভাগের চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ