শনিবার, ০১ এপ্রিল ২০২৩

বাকলিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডা. শাহাদাত

প্রকাশিত: সোমবার, মার্চ ৬, ২০২৩

নিজস্ব প্রতিবেদক ::

নগরের ১৮ নং পূর্ব বাকলিয়া আব্দুল লতিফ হাটে রমজানের বাপের বাড়িতে অগ্নিকাণ্ডে ৮ টি বাড়ী বশীভূত হওয়ার খবর শুনে সেখানে ছুটে গেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হো‌সেন।

আজ সোমবার তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সান্তনা দেন এবং ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান।
বিএনপি’র পক্ষ থেকে আত্মিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

এই সময় তিনি এলাকার ধর্নাঢ়্য ব্যক্তিদের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আত্ম মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান ।

এ সময় উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল্লাহ আল ছগির, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মহিউদ্দিন, বিএনপি নেতা আব্দুস সবুর, মোঃ আলমগীর, সোলায়মান সরদার, রৌশনঙ্গীর আমিন, কামরুল ইসলাম, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জসীমউদ্দীন, মোহাম্মদ সেলিম, মহানগর যুবদল নেতা আসাদুর রহমান টিপু, বাকলিয়া থানা যুবদল আহ্বায়ক গোলজার হোসেন লেদু, সচিব মোহাম্মদ মুসা, যুবদল নেতা নুরুদ্দিন, ফরিদ, টিপু, আলাউদ্দীন, সানা উল্লাহ, ইদ্রিস, মোহাম্মদ ওসমান, মহিলা নেত্রী কামরুন্নেছা, কোহিনুর, ছাত্রদল নেতা ফাহিম, সানভির, স্বেচ্ছাসেবক দল নেতা শামীম, রনি, ইউনুস, আলামিন প্রমুখ।

সর্বশেষ