বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

বাইশারী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিঃ উন্নয়ন সভা অনুষ্ঠিত

প্রকাশিত: শনিবার, মে ২৭, ২০২৩

নগর প্রতিবেদক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার একমাত্র প্রবাসী সংগঠন বাইশারী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৭মে) সন্ধ্যা ৭ টায় নিজস্ব কার্যালযে সহ-সভাপতি মোঃ নুরুল হকের কোরআন তেলওয়াতের মাধ্যমে উপদেষ্টা সাংবাদিক আবদুর রশিদের পরিচালনায় মোঃ হামিদ উল্লাহর সভাপতিত্বে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম, সহ-সভাপতি মোঃ নুরুল হক,সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, উপদেষ্টা মোঃ ইলিয়াস, মোঃ আলম বিএ, পরিবেশ বিষয়ক সম্পাদক গোলাম মওলা, জয়নাল আবেদীন, আবদুল্লাহ, মোঃ আলম,অংছাচিং মার্মা সহ বাংলাদেশে অবস্থানরত অনেকে।
সভাপতি মোঃ হামিদ উল্লাহ বলেন বাইশারী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত সদস্যদের উপার্জিত অর্থ দিয়ে বাইশারী ইউনিয়নসহ পার্শ্ববর্তী ইউনিয়নের অনেক গরীব অসহায় মানুষ উপকৃত হয়েছে সমিতির শুরু থেকে মানুষের সেবা দিয়ে আচ্ছেন।ভবিষ্যতে ও এই সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

নগরনিউজ/আরএস/২০২৩

সর্বশেষ

সর্বশেষ