সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত: সোমবার, অক্টোবর ২৩, ২০২৩
পটিয়া প্রতিনিধি:
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সকল ধর্মের মানুষের মধ্যে সহাবস্থান। কোনো অপশক্তি এ পারস্পরিক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। পটিয়ার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশ বদ্ধ পরিকর। কেউ বিনষ্টের অপচেষ্টা করলে আমরা সকলে মিলে তাদেরকে প্রতিহত করব। পাশাপাশি আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তত রয়েছে।
শনিবার গভীর রাতে (২১ অক্টোবর) দক্ষিণ চট্টগ্রামের পটিয়ার মোজাফফরাবাদ সহ আরো বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে জেলা পুলিশের এ নীতিনির্ধারক এসব কথা বলেন।
এসময় পূজা মন্ডপে আসা পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এস এম শফিউল্লাহ। পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আইনশৃঙ্খলা ও শান্তি বিরাজ করছে। প্রত্যেক ধর্মের মানুষ নিরাপদে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছেন। সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।
এ সময় এডিশনাল এসপি (ডিএসবি) মো. আরিফ হোসেন, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ, ওসি প্রিটন সরকার, ওসি (তদন্ত) সাইফুল ইসলামসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।