বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

বাঁশখালী উপজেলা যুবদলের দোয়া মাহফিল

প্রকাশিত: সোমবার, এপ্রিল ১২, ২০২১

বিএনপির চেয়ারম্যান, সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাঁশখালী উপজেলার উদ্যােগে খতমে কোরান ও দোয়া মাহফিল বাঁশখালী পৌরসভা সদরে অনুষ্ঠিত হয়।

সোমবার বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু আহমদের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপজেলা যুবদল, পৌরসভা যুবদলসহ ইউনিয়ন নেতারা উপস্থিত ছিলেন।

এসময় আবু আহমেদ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে একজন সফল প্রধানমন্ত্রী। বাংলাদেশের নারী জাগরণের অগ্রপ্রতীক তিনি। তিন মেয়াদে তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালিন দেশকে আন্তর্জাতিক অঙ্গনসহ সর্বত্র আলোকিত করেছেন। বর্তমান সরকারের প্রতিহিংসার শিকার হয়ে তিনি মিথ্যা মামলায় কারাগারে বন্দি ছিলেন। এসময় তিনি কঠিন রোগে আক্রান্ত হয়েছেন। আমরা তাঁর রোগমুক্তি কামনা করি।

সর্বশেষ

সর্বশেষ