বুধবার, ৩১ মে ২০২৩
প্রকাশিত: বুধবার, এপ্রিল ২৮, ২০২১
তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীর খানখানাবাদ নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দীন চৌধুরী ইন্তেকাল করেছেন- ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।
তিনি আজ বুধবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে বারোটার দিকে খানখানাবাদের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন চৌধুরী দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ আগামীকাল সকাল ১০ টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
এদিকে মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন চৌধুরীর মৃত্যুতে খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরী, যুবলীগ নেতা গাজী জাহেদ আকবর জেবুসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।