বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
প্রকাশিত: বৃহস্পতিবার, এপ্রিল ৮, ২০২১
বাঁশখালীতে খালে পড়ে এক শিশু মারা যাওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার কাথরিয়া ইউনিয়নের মানিকপাঠান গ্রামে বৃহস্পতিবার (৮ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে।
পারভেজ (০৭) নামের শিশুটি স্থানীয় কামাল হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা আরফাতুল ইসলাম জানান, ‘সকাল ১১ টায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে শিশুটি নিখোঁজ ছিলো। সারাদিন খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাতটার দিকে পাশ্ববর্তী সোনাইছড়ী খাল থেকে তার বাবা শিশুটির লাশ উদ্ধার করে। সে সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।’
এদিকে বিকেলে উপজেলার সরল ইউনিয়নের মিনজীরিতলা গ্রামে পানিতে ডুবে তাহমিনা নামের ১৬ মাস বয়সী আরেক কন্যাশিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।