শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

বাঁশখালীতে স্বাস্থ্যবিধি না মানায় ৩৯ জনকে জরিমানা

প্রকাশিত: সোমবার, এপ্রিল ৫, ২০২১

লকডাউন কার্যকরে স্বাস্থ্যবিধি না মানার দায়ে বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৯ জনকে জরিমানা করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) সকালে উপজেলা সদরে উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর আওতায় ২৪ (২) ধারা মোতাবেক ২৩ মামলায় ৩৯ জনকে ৩৯০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘করোনা মহামারী মোকাবেলায় স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

সর্বশেষ