বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
প্রকাশিত: বুধবার, মে ১৯, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট, বাঁশখালী:
বাঁশখালীতে দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হেনস্তাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মে) বেলা বারোটার দিকে উপজেলা পরিষদের গেইটে বাঁশখালী প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দৈনিক পূর্বকোণ প্রতিনিধি অনুপম কুমার দে অভি, দৈনিক অাজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া, দৈনিক সমকাল প্রতিনিধি আবদুল মতলব কালু, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ মুহাম্মদ শফিউল্লাহ, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুল, দৈনিক দিনকাল প্রতিনিধি আবদুল জব্বার, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি জোবাইর চৌধুরী, দৈনিক আলোকিত বাংলাদেশ ও মানবকন্ঠ প্রতিনিধি মু. মিজান বিন তাহের, দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য, দৈনিক দেশ প্রতিনিধি হিমেল বাপ্পা, দৈনিক অধিকার প্রতিনিধি শিব্বির অাহমদ রানা, চট্টলা ২৪.কম প্রতিনিধি রিয়াদুল ইসলাম রিয়াদ, দৈনিক বায়ান্ন ও নগর নিউজ.কমের প্রতিনিধি তাফহীমুল ইসলাম, আজকের বাঁশখালী প্রতিনিধি আমান উল্লাহ
প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সচিবালয়ের মতো জায়গায় সাংবাদিক হেনস্তা হওয়াটা উদ্বেগজনক। হেনস্তার শিকার হওয়ার পর প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। সাংবাদিক নির্যাতন স্বাধীন সাংবাদিকতার জন্য অশনি সংকেত। সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
মানববন্ধন শেষে সাংবাদিকরা বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেন।