বুধবার, ৩১ মে ২০২৩

বাঁশখালীতে শতাধিক অসহায় পরিবারে শিশুখাদ্য বিতরণ

প্রকাশিত: বৃহস্পতিবার, মে ২৭, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট , বাঁশখালী:

বাঁশখালীতে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা হিসেবে অসহায় পরিবারের মাঝে শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) বেলা বারোটার দিকে উপজেলা পরিষদ কার্যালয় থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ১৩০ অসহায় পরিবারের মাঝে এই শিশুখাদ্য বিতরণ করা হয়।

শিশুখাদ্যের প্রতিটি প্যাকেটে ছিল ১ কেজি চিনি, ১ কেজি সুজি, ৫০০ গ্রাম দুধ, ৫০০ গ্রাম সাগু, ২৫০ গ্রাম বাদাম, ৫০০ গ্রাম মশুর ডাল, ৫০০ গ্রাম সয়াবিন তেল, ৫০০ গ্রাম চিনিগুড়া চাল, খেজুর।

বাঁশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম মিয়াজীর সভাপতিত্বে এই শিশুখাদ্য বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাকেরা শরীফ পৌর কাউন্সিলর রোজিয়া সুলতানা, সাংবাদিক কল্যাণ বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ০৫. ০১ পিএম,
নগর নিউজ/টিই/ ইএ/ ২৭ মে ২০২১

সর্বশেষ