বুধবার, ৩১ মে ২০২৩

বাঁশখালীতে লকডাউন কার্যকরে দুইদিনে ৩৯ মামলা

প্রকাশিত: বৃহস্পতিবার, এপ্রিল ১৫, ২০২১

বাঁশখালীতে লকডাউন কার্যকর ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে গত দুইদিনে ৩৯ মামলায় ৪৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বৃহস্পতিবার ও গতকাল বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।

জানা যায়, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন- ২০১৮ এর অধীনে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ৩৯ টি মামলা দায়ের করে ৪৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় তাদের মাঝে মাস্কও বিতরণ করা হয়। এদিকে বহিরাগত আগমন ঠেকাতে বাঁশখালীর প্রেমবাজার ও কালীপুরে থানা পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে বলেও জানা গেছে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, লকডাউন কার্যকর ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ