বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

বাঁশখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

প্রকাশিত: শনিবার, মে ১, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট, বাঁশখালী:

বাঁশখালীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ লা মে) দুপুরে পৌরসভার মিয়ার বাজারস্থ জামে মসজিদে পৌরসভা বিএনপির আহবায়ক রাসেল ইকবাল মিয়ার সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আলম আশকরী।

বিশেষ অতিথি হিসেবে বাঁশখালী পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট নাছির উদ্দীন, সদস্য সচিব খোরশেদুল আলম আইয়ুব, সদস্য জাকের আহমদ, কামাল উদ্দীন, মুহাম্মদ ইসকান্দার, মুহাম্মদ বাহাদুর, পৌরসভা যুবদলের সাবেক সদস্য সচিব শহিদুল কায়সার বাদশা, পৌরসভা সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহেদ আকবর চৌধুরীসহ পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাহফিলে করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

সর্বশেষ

সর্বশেষ