সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত: বৃহস্পতিবার, অক্টোবর ২৬, ২০২৩
প্রেস বিজ্ঞপ্তি::
যে সময়ে নাগরিক দায়িত্ববোধের চর্চা ধীরে ধীরে স্তিমিত হওয়ার পথে, যে সময়ে মানুষ থাকে নিয়ম ভাঙার সাথে।
ঠিক সেই সময়েই এক নতুন ভোরের উদীয়মান সূর্যের মতো আবির্ভাব হয় বিডি ক্লিন তারুণ্যের। পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত ও মানসম্মত বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে অর্ধযুগের বেশী কাজ করে যাওয়া বিডি ক্লিন দিয়েছে একটি রূপান্তরের বার্তা।
তারই ধারাবাহিকতায় বিডি ক্লিন চট্টগ্রাম পরিবার নেমেছিল শহরের অন্যতম স্থান বহদ্দারহাট তালতলা ড্রেন পরিষ্কার করার অভিযানে।
সময়ের আগাছাগুলোকে গুরুত্বহীন করে তারুণ্য পেয়েছে একটি প্লাটফর্ম, যা শিখাচ্ছে নাগরিক দায়িত্ব। আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব পরিচ্ছন্ন দেশ গড়তে কাজ করে যাচ্ছি। আপনার দায়িত্বটুকু আপনাকে পালন করার জন্য সবিনয় অনুরোধ করছি।আসুন, একসাথে গড়ি পরিচ্ছন্ন বাংলাদেশ।