শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রকাশিত: শুক্রবার, মে ৭, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট:
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম. রেজাউল করিম বলেছেন, করোনা দুর্যোগের মধ্যে সিয়াম সাধনার নেয়ামত নিয়ে এসেছে পবিত্র রমজান মাস। করোনার কারণে সমাজে দিনদিন নিম্ন বিত্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মানুষ অনেক কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। একদিকে ঘরে ঘরে ঈদের আনন্দ অন্যদিকে করোনার চোখ রাঙ্গানি। সাধ থাকলেও সীমিত সাধ্যে মানুষকে পালন করতে পবিত্র রমজানের সিয়াম। এর মাঝে অসহায় অ¯^চ্ছলদেরকে বস্ত্র দান করার মাধ্যমে আল্লাহতালার সন্তুষ্টি লাভ সহজ হবে। বস্ত্রহীনকে বস্ত্র দান আল্লাহর এবাদতের সমান।
শুক্রবার ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ মোহানা কমিউনিটি সেন্টারে কাউন্সিলর আশরাফুল আলমের উদ্যোগে এলাকার অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র কাউন্সিলর গিয়াস উদ্দিন, কাউল্সিলর আশরাফুল আলম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহামুদ, ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, যুবনেতা এস.এম.জেড খসরুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।