শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রকাশিত: রবিবার, এপ্রিল ১৮, ২০২১
বন্দর থানা এলাকায় লরির ধাক্কায় ইফতেখারুল আলম (৪৫) নামের এক বাইক আরোহী নিহত হয়েছেন। নিহত ইফতেখারুল আলম মাদারীপুরের ধুরাইল ইউনিয়নের চাচার গ্রামের মৃত রশিদ মাতব্বরের ছেলে। বর্তমানে তিনি ডবলমুরিংয়ের হাজীপাড়ায় বসবাস করতেন।
রোববার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় থানার বাইপাস টোলের নতুন রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বন্দর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মিরাজ উদ্দিন বলেন, বিএসআরএম কোম্পানির একটি লরির সঙ্গে ধাক্কা লেগে আহত ব্যক্তিকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। লরির চালক এবং হেলপার পালিয়ে গেছে। লরিটি জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, বন্দর থানা এলাকায় লরির ধাক্কায় ইফতেখারুল আলম নামের এক বাইক আরোহী আহত হয়েছেন। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।