শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রকাশিত: শুক্রবার, মে ১৪, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট
সিগারেট খেতে দেখে সাকিবকে কয়েকটি চড় থাপ্পড় দেয় বড় ভাই আসিফ। শাসন করার কারণে বড় ভাইকে মারতে পকেটে ছুরি নিয়ে অপেক্ষারত সময়ে সাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে নগরীর আগ্রাবাদ হোটেল সেন্ট মার্টিনের সামনে থেকে তাকে আটক করা হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, নিয়মিত টহলের সময় আগ্রাবাদ বাদামতল এলাকার হোটেল সেন্ট মার্টিনের সামনে সাকিবের গতিবিধি সন্দেহজনক মনে হয় পুলিশের। পুলিশ তাকে ডাকলেই সে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।
তিনি আরো বলেন, বড় ভাই আসিফ এবং তার বন্ধুরা সিগারেট খাওয়াকে কেন্দ্র করে সাকিবকে অপমান করে। তাই সে বড় ভাই আসিফকে মারার জন্য ছুরি নিয়ে ঘুরছিল। সাকিবের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।