শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

বইমেলায় হাফিজ রশিদ খানের ‘আদিবাসী সাহিত্যের দিগবলয়

প্রকাশিত: শুক্রবার, এপ্রিল ৯, ২০২১

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সাহিত্যিক ও সাংবাদিক হাফিজ রশিদ খানের আদিবাসীদের নিয়ে লেখা ‘আদিবাসী সাহিত্যের দিগবলয়’।

এদেশের পার্বত্য আদিবাসীদের নিয়ে প্রকাশিত এ গ্রন্থে জানা যাবে আদিবাসীদের নানা দিক। তাদের জীবনের বাস্তবতা আর মনোজগতের অনেক স্তর, যা আপনাকে ভাবাবে। যেমন আমাকে ভাবিয়েছে বলেছেন কবি হাফিজ রশিদ খান।

হাফিজ রশিদ খান চট্টগ্রামের দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার সিনিয়র সহসম্পাদক হিসাবে আছেন।

২৪টি প্রবন্ধ স্থান পেয়েছে এ গ্রন্থে। বইটি প্রকাশ করেছে চন্দ্রবিন্দু প্রকাশন।

বই পেতে যোগাযোগ করুন মোবাইল ০১৭১৬৮০৪৮৩৯/ ০১৯৭৯৩০১১৭৫ এ নাম্বার গুলোতে।

সর্বশেষ